কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় অসন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ট্রাম্প বলেন, ‘হামলা সংশ্লিষ্ট প্রতিটি বিষয়েই আমি প্রচণ্ড অখুশি। এটা ভালো পরিস্থিতি নয়। আজ ঘটনা যেভাবে মোড় নিল, সেটা নিয়ে খুশি না হলেও স্পষ্ট বলছি, আমরা জিম্মিদের ফেরত চাই।’ এ বিষয়ে আজ বুধবার পূর্ণাঙ্গ বিবৃতি দেবেন বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে হামলার বিষয়ে সতর্কবার্তা পেয়েছিল তাঁর প্রশাসন। তবে এতে ওয়াশিংটনের অনুমোদন ছিল না। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেলে কাতারের আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।...