ঢাকার ধামরাইয়ে বাবার সঙ্গে অভিমান করে বিষপানে আত্মাহুতি দিয়েছেন এক যুবক। প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় বাবার সঙ্গে রাগে, ক্ষোভে, অভিমানে বিষ পানে আত্মহত্যা করেন তিনি। মৃত ওই তরুণের নাম মো. আমির হামজা। সে উপজেলার বালিয়া ইউনিয়নের সুন্দর কাঠালিয়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে কাঠালিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা। বিষয়টি মিটমাট করে মঙ্গলবার রাতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মক্কা ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ আব্দুল মান্নান। সেই সঙ্গে আমির হামজার স্ত্রী মাহমুদা আক্তারকে প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা দিতে হবে, সাত বছরে নগদ ৩০ হাজার টাকা ও ৬ শতাংশ ভিটেমাটি দিতে হবে। ওই আওয়ামী লীগ নেতার প্রস্তাব অনুযায়ী এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তিনি...