জনপ্রিয় বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ভারতে তিনি কাজ করেন, তবে নেপাল তাঁর মাতৃভূমি। সেই নেপালে গণ-আন্দোলনের মুখে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ ১১ মন্ত্রী। শুধু তাই নয়, তাঁরা সেনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতেও বাধ্য হয়েছেন। এর আগে, বিক্ষোভকারীদের অন্তত ২৩ জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন, আহত পাঁচ শতাধিক। নেপালের এমন অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে মোটেই ভালো নেই মনীষা কৈরালা। তিনি স্পষ্ট বলেন, ‘নেপালের জন্য কালো দিন।’ জানা যায়, রাজনৈতিক পরিবারেরই মেয়ে মনীষা। তাঁর দাদু বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাই নেপাল রয়েছে অভিনেত্রীর হৃদয় জুড়ে। অথচ মাত্র দুদিনে বদলে গেছে দেশটির রাজনৈতিক চিত্র। দুর্নীতি, নানা অনিয়ম এবং সামাজিকমাধ্যমের ওপর রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপ করার বিরুদ্ধে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে ঝরে যায় ২৩টি তাজা প্রাণ। এই ঘটনা...