চমক দেখিয়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে দলে জায়গা করে নিলেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। নিলামে তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান রেন্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ) দলে ভিড়িয়েছে ডারবানস সুপার জায়ান্টস। গতকাল (সোমবার) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম। এ আসরে অংশ নেন বাংলাদেশের মোট ১৪ জন ক্রিকেটার। তবে হতাশাজনকভাবে নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের প্রতি। একইভাবে অবিক্রিত থেকে যান সাকিব আল হাসান, লিটন দাসসহ আরও ১২ জন। এর মধ্যে ব্যতিক্রম ঘটান তাইজুল। তাকে দলে ভিড়িয়েডারবানস সুপার জায়ান্টসেগড়ে উঠছে তারকাখচিত স্কোয়াড। এই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিন, ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার, দক্ষিণ আফ্রিকার ব্যাটার এডেন মার্করামসহ আরও অনেক তারকা। টেস্টে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে সুযোগ খুব একটা পাননি...