মাঠে নামলেই নতুন কোনো রেকর্ডের খাতায় নাম উঠছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমে গোল করেছেন। এতেই নতুন এক কীর্তি গড়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে পর্তুগাল। পেনাল্টি থেকে পর্তুগালের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এই গোলে বিশ্বকাপ বাছাইয়ে তার গোলসংখ্যা হল ৩৯। বিশ্বকাপ বাছাইয়ে এতদিন পর্যন্ত এককভাবে শীর্ষে ছিলেন গুয়াতেমালার কার্লোস রুইজ। ৪৭ ম্যাচে ৩৯টি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। তার সমান গোল করতে রোনালদোর লেগেছে ৪৯ ম্যাচ। তবে সামনে বাছাইপর্বের আরো ম্যাচ থাকায় রোনালদো হয়তো তাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যেতে পারেন। এদিন ম্যাচের ২১ মিনিটেই বার্নাবাস ভার্গারের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। এরপর ৩৬ মিনিটে বার্নাদো সিলভার গোলে সমতায় ফেরে পর্তুগাল।...