আত্মহত্যা হলো নিজের ভেতরের লড়াইয়ে হেরে যাওয়া। অনেক সময় মানুষ ভেতরের অদৃশ্য লড়াইয়ে এমনভাবে ক্লান্ত হয়ে পড়ে, যে বেঁচে থাকাটাই তার কাছে অসহ্য মনে হয়। তখন জীবনের সব রং ম্লান হয়ে যায়, স্বপ্নগুলো ভেঙে পড়ে, আর চারপাশের কোলাহলও হয়ে ওঠে ভারী। ঠিক সেই মুহূর্তে অনেকে ভেবে বসেন সব শেষ করে দিলে বুঝি মুক্তি মিলবে! আর এই মুক্তি চাওয়ার পেছনে থাকে অগণিত কারণ। আত্মহত্যার অনেক কারণই থাকতে পারে। তাই নির্দিষ্ট করে কোনোটিকেই দায়ী করা যায় না। আসলে যিনি আত্মহত্যার পথ বেছে নেন তিনি কী কারণে এটি করেছেন তা আগে জানতে পারলে হয়তো এই কাজটি করার সুযোগ পেতেন না। কেউ না কেউ তার দিকে সাহায্য এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিতেন। ১. মানসিক অবসাদ:আত্মহত্যার অন্যতম প্রধান কারণ হলো ডিপ্রেশন। দীর্ঘদিন ধরে মানসিক চাপে...