যশোর সদর উপজেলার গোয়ালদহ গ্রামের শেষ প্রান্তে হরিহর নদ। এর ওপারে মনিরামপুর উপজেলার পলাশী গ্রাম। দুই উপজেলার সংযোগ স্থাপন ও যাতায়াতের একমাত্র উপায় সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই নদের ওপর নতুন সেতু নির্মাণ শুরু করে। নদের দুই প্রান্তে গার্ডারও নির্মাণ হয়েছে। কিন্তু সাড়ে তিন বছর পার হলেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ। তাই নদের মাঝখানে দেওয়া ক্রস বাঁধের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষের। শুধু হরিহর নদের ওপর নির্মাণাধীন সেতুটি নয়, জেলায় ৪টি নদনদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির অধীন ৮টি সেতুর কাজই বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ-এর অনুমোদন ছাড়াই কম উচ্চতায় সেতু নির্মাণের অভিযোগে উচ্চ আদালতে ভৈরব নদ সংস্কার আন্দোলন নামে একটি সংগঠনের করা রিটে সেতুগুলোর নির্মাণকাজ ঝুলে আছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেতু এলাকার বাসিন্দারা। জানা যায়,...