ভারতের ক্রিকেট ইতিহাসে কিছু নাম আছে যারা পরিশ্রম, ধৈর্য আর প্রতিভা দিয়ে নিজেদের জায়গা তৈরি করেছেন। মনিশ পাণ্ডে তেমনই এক নাম। ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের নৈনিতালে জন্ম নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিলেন। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক তার ক্রিকেট-যাত্রার গল্প। ছবি: ফেসবুক থেকে মনিশ ছোটবেলা থেকেই খেলাধুলায় দারুণ আগ্রহী ছিলেন। তার পরিবার বেঙ্গালুরুতে চলে গেলে সেখানেই ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও বেড়ে ওঠে। বেঙ্গালুরুর স্কুল ক্রিকেটে তিনি দ্রুত নজর কাড়েন। বয়সভিত্তিক দলে খেলতে খেলতে খুব অল্প বয়সেই জাতীয় দলে খেলার স্বপ্ন বুনতে শুরু করেন। ২০০৯ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নামেন মনিশ। সেখানেই ইতিহাস তৈরি করেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সেঞ্চুরি হাঁকান। সেই সেঞ্চুরি যেন তার ক্রিকেট জীবনের মোড়...