কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ভয়াবহ এক হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) এ ঘটনা হতভম্ব করে দিয়েছে পুরো বিশ্বকে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেশ কয়েকটি রাষ্ট্র। এ হামলার জবাবে কাতার যে ব্যবস্থাই নিক, তাতে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণাও দিয়েছে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ। এ অবস্থায় ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করে প্রতিক্রিয়া জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান বিন জসিম আল থানি। মঙ্গলবার হামলার কয়েক ঘণ্টা পর এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধে যে কূটনৈতিক তৎপরতা চলছিল, কাতারে সাম্প্রতিক হামলায় তা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে এ ঘটনা দোহার কূটনৈতিক তৎপরতাকে প্রতিহত করতে পারবে না। কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতারের কূটনীতি ইসরায়েলের মতো দেশগুলোর আচরণের...