অবরোধকারীরা অভিযোগ করে বলেন, আমাদের এক দফা এক দাবি—কেটে নেওয়া ২টি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করা হোক। যতক্ষণ আমাদের দাবি মানা না হবে, আমাদের এই আন্দোলন চলছেই। ২টি ইউনিয়ন কেটে নেওয়ার মহানায়ক ইসির পদত্যাগ দাবি করছি।আরও পড়ুনআরও পড়ুনচারটি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে হরতাল উল্লেখ্য, গত বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ ফেটে পড়ে ভাঙ্গা উপজেলাবাসী। এর আগে শুক্রবার মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়। ওইদিন প্রশাসনের অনুরোধে ৯ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে টানা ১১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ...