বয়স ৪১ ছুঁতে কয়েক মাসের ব্যাপার। এর মধ্যে একের পর এক মাইলফলক স্পর্শ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন গুয়েতেমালার তারকা কার্লোসের রেকর্ডে। দুজনই করেছেন সমানসংখ্যক ৩৯ গোল। পর্তুগিজ মহাতারকার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিশ্বকাপ বাছাইয়ে গোলসংখ্যা ৩৬। মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে রোমাঞ্চে ভরপুর ম্যাচে পুসকাস এরিনাতে শেষ সময়ে জোয়াও ক্যানসেলোর গোলে ৩-২তে জয় পেয়েছে পর্তুগাল। স্পট কিক থেকে জাতীয় দলের হয়ে ১৪১তম গোলের দেখা পান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৯৪৩তম গোল। ৪০ বর্ষে পা দেয়ার পরে রোনালদো পর্তুগালের জার্সিতে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেয়েছেন। শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন আল নাসের ফরোয়ার্ড।...