১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় স্পেন দেশটির দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্পেনের এই পদক্ষেপ ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও কট্টরপন্থী নীতির প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। হামলায় নিহত হন ৬ জন। এই সময় ভবনে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল। হামলার লক্ষ্য ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিন। তবে হামাস জানিয়েছে, কোনো শীর্ষ নেতা আহত বা নিহত হননি। এর কয়েক ঘণ্টার মধ্যেই স্পেনের মন্ত্রিসভা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচকে...