নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আধা-সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পদ্মা ব্যাংকে আটকে থাকা ১৯ কোটি ২৮ লাখ টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে। এই অর্থ প্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। কিন্তু পদ্মা ব্যাংক পুরো টাকা ফেরত না দেওয়ায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়েছে। এ অবস্থায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে। ন্যাশনাল টি কোম্পানি ঋণ পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ২৭৯ কোটি টাকার মূলধন সংগ্রহের জন্য প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে। এর প্রথম ধাপের সাবস্ক্রিপশন শেষ হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। বিনিয়োগকারীরা পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখায় ৪৪ কোটি ২৮ লাখ টাকা জমা দেন। তবে ব্যাংকটি পে-অর্ডারের মাধ্যমে মাত্র ২৫ কোটি টাকা পরিশোধ করে বাকিটা ফেরত দেয়নি। অর্থ ফেরত না পাওয়ায়...