বিয়ে ভাঙার চেষ্টা করতে গিয়ে শেষে বিয়ের বন্ধনে জড়িয়ে পড়ার হাসির গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘বিয়ের গণ্ডগোল’। বুধবার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে এ টেলিফিল্ম। ‘বিয়ের গণ্ডগোলের’ গল্প লিখেছেন মাশরিকুল আলম, পরিচালনাও তিনি করেছেন। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকে দেখা যাবে, পারিবারিক চাপে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয় অনিক ও ইকরা নামের দুই তরুণ-তরুণী। যদি তারা দুজনেই চান বিয়েটা ভেঙে যাক, কিন্তু সেই কথা মুখে বলার সাহস নেই অনিক ও ইকরার। তাই বিয়ের আগের রাতে বাড়ি থেকে পালিয়ে যান দুইজন। কিন্তু তারা বুঝতে পারনে তাদের প্রেমিক-প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়ে আছেন। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় একে অপরকে সান্ত্বনা দেয় অনিক ও ইকরা। তখন অনিক ও ইকরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু পরদিন সকালে...