ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের এস এম ফরহাদ। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি তিনি। গতবছর সেপ্টেম্বরে শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল পরিচয়ে আত্মপ্রকাশের পর আলোচনায় আসেন তিনি। ফরহাদ আত্মপ্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনার ঝড়। অভিযোগ ওঠে ফরহাদ জসীমউদ্দিন হল শাখা ছাত্রলীগে পদধারী। যদিও পরে তিনি ও হল শাখা ছাত্রলীগের ওয়ালিউল সুমন বিষয়টি নাকচ করেন। সবশেষ ডাকসু নির্বাচনের প্রচারণা চলাকালীন তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়। এ ছাড়া জুলাই আন্দোলন ৯ দফার ঘোষণা নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও আলোচনায় আসেন ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এস এম ফরহাদ। রাঙ্গামাটির ছেলে ফরহাদ ওই জেলার মাইনী গাথাছড়া বায়তুশ শরফ মাদরাসা থেকে দাখিল পাস...