টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপে পা রাখছে বাংলাদেশ। তবে লিটন দাসের দল ট্রফি জিতে যাবে, এমন স্বপ্ন সম্ভবত পাঁড় বাংলাদেশ ক্রিকেট ভক্তও দেখছেন না। ক্রিকেটবোদ্ধাদের ফেভারিটের তালিকায় নেই বাংলাদেশ। আকাশ চোপড়াদের মতো কেউ কেউ তো আবার আফগানিস্তান থেকেও পিছিয়ে রাখছেন বাংলাদেশকে! তবে লিটন দাসদের সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। তিনি জানালেন, টানা তিন সিরিজ জিতে এশিয়া কাপে যাওয়া লিটন দাসরা এবার একটা শিরোপা জিততে মরিয়া। তার আশার পালে হাওয়া দিচ্ছে বাংলাদেশ দলের পেস আক্রমণ। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তাই বললেন তিনি। অস্ট্রেলিয়ার এই সাবেক গতিদানব বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের খুব ভালো একটি পেস ইউনিট রয়েছে। তাসকিন, মোস্তাফিজ অসাধারণ। তরুণরাও ভালো করছে। ইবাদত, খালেদ ও হাসান মাহমুদকেও আপনি টি-টোয়েন্টি দলে নিতে পারেন।’ ‘একজন চোটে পড়লে...