স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। প্রথমবার ২০১২ সালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে হৃদয় ভাঙ্গে টাইগারদের। এরপর ২০১৬ এবং ২০১৮ সালে ভারতের কাছে ফাইনালে হেরে যায় বাংলাদেশ। ২০১৮ সালের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন লিটন। কিন্তু তার সেঞ্চুরি সত্ত্বেও দল হার এড়াতে পারেনি। এ টুর্নামেন্টে নিজেদের অতীত রেকর্ড নিয়ে হতাশ নয় জানিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, এশিয়া কাপে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তার দল। দুবাইয় শুরু হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের এক সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমরা এখনও শিরোপার স্বাদ পাইনি। তবে...