ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা শেষে শিক্ষার্থীরা ফিরে গেছেন নিজ নিজ ক্লাস ও হলে। কয়েক সপ্তাহের টানটান উত্তেজনা শেষে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিতদের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর বিজয়ীরা সংবাদ সম্মেলনে আনন্দ-উল্লাস না করার ঘোষণা দিয়ে সব ধরনের নির্বাচনী কার্যক্রমের ইতি টানেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাস ও হলে ফিরে যান। গত এক মাসের বেশি সময় ধরে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মুখর হয়ে ওঠা ক্যাম্পাস যেন নিমিষেই তরুণ প্রাণের স্বাভাবিক ছন্দে ফিরে যায়। তবে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্বপ্নের দীপ্তি, কণ্ঠে ছিল পরিবর্তনের প্রত্যয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে দাঁড়িয়ে এমন স্বপ্নের কথা বললেন অনেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনের মাধ্যমে আমাদের...