পপি সর্বশেষ অভিনয় করেন ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায়। পপির চুক্তি হওয়া ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটির কাজ আবারও শুরু হবে বলে জানা গেলেও এই নায়িকা আর অভিনয়ে ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। জন্মদিন উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্বামী আদনান ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে বেশ সুখে আছেন তিনি। আপাতত স্বামী, সন্তান সংসার নিয়েই ব্যস্ত তিনি। ভালো আছেন বলেও জানান তিনি। নিজের জন্মদিন প্রসঙ্গে পপি বলেন, ‘সিনেমাতে কাজ করার সময়টাতে আসলে জন্মদিন ছিল আমার কাছে দিনব্যাপী উৎসবের মতো। আগের দিন রাত থেকে বাসায় একটা উৎসব উৎসব ভাব শুরু হতো। প্রিয়জনরা ফোন করতেন, অনেক ভক্তও মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে, শুভেচ্ছা জানাতেন। আবার কেউ কেউ বাসায় ফুল, কেক পাঠিয়ে দিতেন। কখনো কখনো সিনেমার শুটিংয়েও...