কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় কুষ্টিয়া শহর থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দেশে অন্তত ১৯টি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, আকিজ গ্রুপের এক কর্মকর্তার করা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আবদুর রশিদ পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) তাঁকে আদালতে নেয়া হবে। থানা সূত্রে জানা যায়, আকিজ গ্রুপের সঙ্গে আবদুর রশিদের ব্যবসায়িক...