নেপালে এখনও কার্যত অবরুদ্ধই হয়ে আছে বাংলাদেশ ফুটবল দল। অনিশ্চয়তা কাটেনি। সূচি মোতাবেক আজ দেশে ফেরার কথা ছিল জামাল ভূঁইয়ার দলের। সবাই এখনও আছেন দেশে ফেরার অপেক্ষায়। কিন্তু সে অপেক্ষা কখন শেষ হবে, তা কেউ জানে না। শেষ কিছু দিনে বেশ উত্তাল সময় কাটিয়েছে নেপাল, এখনও তার রেশ শেষ হয়নি। বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ছিল দেশটিতে। তার প্রতিবাদ তো আছেই, সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গত সোমবার বিক্ষোভে ফেটে পড়ে নেপালের লাখো মানুষ। রাস্তায় জনতার ঢল ঠেকাতে সরকার খড়গহস্ত হয়। আন্দোলনকারীদের ওপর গুলি ছোঁড়া হয়, যাতে প্রাণ হারান ১৯ জন নাগরিক। হতাহতের সংখ্যাও তিন অঙ্ক ছাড়িয়ে যায়। তবে এরপরও বিক্ষোভ দমে যায়নি, বরং ফুঁসে ওঠে আরও। পরিস্থিতি বেগতিক দেখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। বন্ধ করে...