খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।’ এদিকে, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ছয় সন্ত্রাসী মানিকছড়ির তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ইউপিডিএফ সমর্থিত পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি। খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের কারণে দূরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। এছাড়া কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলেছে...