ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়কে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিশ্রমের ফল বলে উল্লেখ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক গোলাম মাওলা রনি। আজ বুধবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।তিনি লিখেছেন, ‘ডাকসুতে জামায়াত-শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া ছিলো না। ৫০ বছরের অবিরত এবং ধারাবাহিক মেহনত, গত ১৫ বছরের কৌশল এবং গত এক বছরের সুযোগ কাজে লাগিয়ে তারা যা পেয়েছে তা অনিবার্য ছিলো।’রনি বলেন, প্রতিপক্ষের অতি আত্মবিশ্বাস, অহমিকা এবং কৌশল ও পরিশ্রমে ঘাটতির কারণেই পরাজয়ের সূচনা হয়েছে। তার ভাষায়, ‘এই পরাজয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা কেবল আল্লাহই জানেন।’গোলাম মাওলা রনির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তার বক্তব্য মূলধারার ছাত্র রাজনীতির প্রতি একটি সতর্ক সংকেত এবং ভবিষ্যৎ...