১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জ উপজেলায় বুধবারের হরতাল সর্বাত্মক পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন বাগেরহাট জেলা বিএনপি নেতা,বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাট -৪ আসন ফিরিয়ে দিতে সড়কে মিছিল ও সরকারি অফিসের সামনে অবস্থান নেন তিনি,উপজেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেন জেলা বিএনপির এ নেতা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখার আহবান জানান তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কসহ উপজেলার সড়কগুলোতেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ...