১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে আমন ধান চাষে ব্যস্ত কৃষক। সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁরা এখন ব্যস্ত আমন ধানের চারা রোপণ করতে। তাড়াইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার সাতটি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৭৭৫ হেক্টর জমি। হাইব্রিড ৫৩০ হেক্টর, উফশী ৭ হাজার ২৪০ হেক্টর, স্থানীয় ৫ হেক্টর। অর্জিত হয়েছে ৭ হাজার ৭৩৩ হেক্টর জমি। হাইব্রিড ৫৩০ হেক্টর, উফশী ৭ হাজার ২০০ হেক্টর, স্থানীয় ৩ হেক্টর। ভাদ্র মাসে আশানরুপ বৃষ্টিপাত না হওয়ায় আমন চাষে সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। কারণ আমন ধানের চারার বয়স বেশি হলে সেই চারা...