কুমিল্লার লালমাইয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল উত্তর পাড়া মিয়াজী বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রেল পথের লালমাই উপজেলার পেরুল উত্তর পাড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷ তার মাথায় ও শরীরের একাধিক...