কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এই হামলাকে অধিক ভয়াবহ উসকানি বলে জানিয়েছে ইসলামাবাদ। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থায়িত্ব হুমকির মুখ পড়বে। খবর জিও নিউজএক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ বলেন, এই হামলা বেআইনি ও জঘন্য। কারণ একটি বেসামরিক ভবনে এই হামলা চালানো হয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা লঙ্ঘিত করেছে।তিনি বলেন, এ ধরনের আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক। এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এ হামলার ফলে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কাতারের নেতৃত্বের প্রুতি সংহতি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা কাতারের সঙ্গে রয়েছি, পাশাপাশি ফিলিস্তিনের জনগণের প্রতিও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। তিনি বলেন, এটি পুরোপুভিাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।হামাস বহুদিন ধরে রাজনৈতিক ঘাঁটি হিসেবে কাতারে...