ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে বিজয় মিছিল না করতে নির্দেশ দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার ডাকসুর ফলাফল ঘোষণার আগে থেকে নানা অভিযোগ তুলে ঢাবির আশপাশের এলাকায় পাল্টাপাল্টি অবস্থান ও মিছিল-স্লোগান দেন বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। যদিও কোনো সংঘাত হয়নি। এমন পরিস্থিতিতে দেশের কোথাও মিছিল না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এমন নির্দেশ দেন। শিবির সভাপতি তার পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হব না, সবার প্রতি...