ডাকসু মূলত অ্যালার্মিং কল। আর এই কল বিএনপির জন্য। বিএনপির প্রাচীনপন্থী নেতারা চব্বিশের জুলাই বিপ্লবের ট্রেন্ডটা ধরতে পারেননি। স্পিরিটটা বুঝতে পারেননি। তারা তাদের সতেরো বছর আগের চিন্তাতেই আছেন। লিখেছিলাম তাদের বোধোদয় ঘটাতে। অথচ তাদের অবস্থা হয়েছিল ‘উল্টো বুঝলিরে রাম’। সাবধান করেছিলাম. আমি এবং আমরা যারা লোকাল পলিটিক্স থেকে গ্লোবাল পলিটিক্সের ট্রেন্ড বিষয়ে টুকটাক জ্ঞান রাখি। আমাদের কথাকে তারা উপেক্ষা করেছেন এবং কোনো ক্ষেত্রে অস্বীকারও করেছেন। অথচ বিএনপি’র মতন একটি দল, যারা সতেরো বছর ধরে মজলুম ছিল, তাদেরই এসব আত্মস্থ করার কথা ছিল, করেনি। বিএনপি’র এই পরাজয়, রাজনীতির জন্য অশনি সংকেত। মধ্যপন্থী রাজনীতির জন্য ডাকসু’র এই পরাজয় সত্যিকার অর্থেই অ্যালার্মিং কল। বিএনপি’র প্রাচীনপন্থীরা রাজনীতিতে আওয়ামী লীগের বাতিল ধারাটাকেই প্রতিষ্ঠিত করতে চাইছিল। সেই পুরানো বয়ান, যা মূলত দেশের নাগরিকদের বিভক্ত করেছিল। শেখ...