জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাচন কমিশনারকে রাতভর অবরুদ্ধ করে রেখেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী-সমর্থকরা। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ওই প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সিনেট হলে ছাত্র ইউনিয়ন ও সাংস্কৃতিক জোট সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থীরা নির্বাচন কমিশনার ও উপাচার্যকে অবরুদ্ধ করে। পরে ভোর সাড়ে ৪টা পর্যন্ত তারা অবরুদ্ধ ছিলেন বলে জানা যায়। ভোর সাড়ে ৩টা পর্যন্ত গণমাধ্যমকর্মীসহ কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এর কিছু সময় পরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, আমরা নিজের ইচ্ছায় এখানে নেই। আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটা ঠিক যে নির্বাচনী...