সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলা কাতারসহ আন্তর্জাতিক পরিসরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা সম্প্রতি এএফপিকে জানিয়েছেন, ইসরাইল এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই অবহিত করেছিল। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ফলে ঘটনার পর একটি প্রশ্ন সামনে আসছে— তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার ব্যাপারে আগে থেকেই সব জানতেন?যদিও কাতার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ এবং সেখানে একটি বিশাল মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রতি চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছিলেন। ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, তিনি ওই সংগঠনের শীর্ষ নেতাদের পরিণতির বিষয়ে সতর্ক করছেন। এটাই তার শেষ সতর্কবার্তা, এরপর আর কোনো বার্তা দেয়া...