১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান সাইফুল ইসলাম দেড় মাসেরও বেশি সময় আত্মগোপনে রয়েছেন। চরমভাবে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। তিনি কোথায় আছেন, সঠিক ঠিকানাও কেউ জানে না। এতে ইউনিয়নের নাগরিকরা পরিষদে সপ্তাহের পর সপ্তাহ ধরে ঘুরেও সেবা পাচ্ছেন না কেউ । বিশেষ করে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদ নিতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, খান সাইফুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। এরপর ১৩ আগস্ট, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে আলফাডাঙ্গা সদর বাজারে অস্ত্র মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই অস্ত্র মিছিলের সম্মুখে থেকে নেতৃত্ব দেন...