গাছ প্রকৃতির মহামূল্যবান দান। গাছ শুধু সৌন্দর্য ছড়ায় না, মানুষের বেঁচে থাকার শ্বাসপ্রশ্বাসকেও নিরাপদ করে তোলে। কার্বন ডাই-অক্সাইড শোষণ করে আমাদের বায়ুমণ্ডল করে শুদ্ধ, পরিবেশ রাখে শীতল, আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতায় গাছ যেন পৃথিবীর প্রাকৃতিক শীতলকারক, যা নীরবে মানুষের জীবনকে করে তোলে আরামদায়ক। আবার আকাশে মেঘ জমে বৃষ্টিপাত নামার পেছনেও আছে গাছের অদৃশ্য ভূমিকা। তাই গাছ কেবল প্রকৃতির অলংকার নয়, মানবজীবনের রক্ষকও বটে। সুতরাং গাছ লাগানো ও লালন করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিরাপদ, শীতল ও সবুজ পৃথিবী নির্মাণ করা। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো বাতাসে কার্বন ডাই-অক্সাইড (CO₂) এর মাত্রা বৃদ্ধি। কার্বন ডাই-অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, যা সূর্যের তাপ ধরে রাখে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে দেখা দেয়...