গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও ভাঙ্গা উপজেলার রাজনৈতিক দলের নেতারা। ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে এর আগেও দুইবার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্ত্বরসহ দুটি মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্ত্বর, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের নয় স্থানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে, গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে এবং বাঁশের বেরিকেড দিয়ে বিক্ষোভ...