আহতরা হলেন- উপজেলার পালংখালী ইউনিয়নের ১ ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে সরোয়ার কামাল, যার অবস্থা আশংকাজনক ও আবুল কালামের ছেলে শাহজাহান।স্থানীয়রা জানায়, নুর হোসেনের ছেলে বদিউল আলম, জাফর আলমের ছেলে জসিম উদ্দিনসহ কয়েকজন মদপান করে মাতলামি করছিলেন। মাতাল অবস্থায় স্থানীয়দের উপর অতর্কিত হামলা চালালে কয়েকজন আহত হয়। স্থানীয়রা প্রতিবাদ জানালে এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবী বদিউল আলম তার পিতা নুর হোসেন, জসিম উদ্দিন ও তার পিতা জাফর আলম ধারালো অস্ত্র দিয়ে স্থানীয়দের উপর হামলা চালালে এতে দুই যুবক গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সরোয়ার কামাল নামে এক যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।রাত ১০টার দিকে হাসপাতালে গিয়ে জানতে চাইলে কর্তব্যরত ডাক্তার বলেন,...