১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম সম্প্রতি প্রকাশিত সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যান থেকে দেখা গেছে, হত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে এটি নতুন অপরাধ বৃদ্ধির কারণে নয়, বরং দীর্ঘদিন দমন করা ও রেকর্ডবিহীন থাকা বহু হত্যা মামলা পুনঃনথিভুক্ত হওয়ায় ঘটেছে। অপরদিকে চুরি, ডাকাতি, দাঙ্গা ও অন্যান্য অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, যা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গত ১৩ মাসে অন্তত ১,১৩০টি হত্যার মামলা নথিভুক্ত করা হয়েছে। এর বড় অংশ পূর্বের সরকারের সময়ে সংঘটিত হলেও রাজনৈতিক প্রভাবশালী মহল ও পুলিশের অনীহার কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর সেসব মামলার রেকর্ড উন্মুক্ত হওয়ায় হত্যার পরিসংখ্যান তুলনামূলকভাবে বেশি দেখিয়েছে। অপরদিকে, অন্যান্য...