রাঙামাটি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট খুলে দেয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বাঁধের ১৬টি গেট ৩ ফুট উচ্চতায় খোলা রাখা হয়।এর আগে, হ্রদের পানি সর্বোচ্চ বিপৎসীমায় পৌঁছানোর কারণে মঙ্গলবার রাত ৩টার দিকে বাঁধের সব গেট সাড়ে ৩ ফুট খুলে পানি নিষ্কাশন করা হয়। আজ সকাল ৯টায় পানি কিছুটা কমলে গেটের উচ্চতা ৫ ইঞ্চি কমিয়ে ৩ ফুট উচ্চতায় খোলা রাখা হয়।বর্তমানে এই উচ্চতায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া, বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরো ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে।কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি বিপৎসীমায় চলে আসায় পানি কমাতে গতকাল রাতে সাড়ে ৩...