ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। বাকি ৩টি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।এবারের ডাকসুতে মোট ২৮টি পদে নির্বাচন হয়। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১২টি সম্পাদকীয় পদ রয়েছে। বাকি ১৩টি সদস্যপদ ও অন্যান্য পদে লড়াই হয় ভিন্ন ভিন্ন ছাত্রসংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সম্পাদকীয় পদের ফলাফল বেশ স্পষ্ট। ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম (ছাত্রশিবির সমর্থিত)। সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ (ছাত্রশিবির সমর্থিত)। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খান (ছাত্রশিবির...