বয়স হয়ে গেছে ৪০, তবুও গোলের ক্ষুধা কমছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। হাঙ্গেরিকে ৩-২ গোলে হারানোর ম্যাচে নতুন রেকর্ড ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে এটি ছিল রোনালদোর ৩৯তম গোল। এর মাধ্যমে তিনি গুয়াতেমালার কার্লোস রুইসের সঙ্গে যুগ্মভাবে বাছাইপর্বে সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেলেন। হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতের ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো।এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১৪১, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ। এ জন্য তাকে খেলতে হয়েছে ২২৩ ম্যাচে। এর আগে শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে রোনালদো করেছিলেন জোড়া গোল। এতে বাছাইপর্বে সর্বোচ্চ গোলে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে তার ব্যবধান হলো ৩ গোলের। ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল পর্তুগাল। ২১ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে ৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির...