দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। এ জয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল লুইস দিয়াজর দল, আর স্বপ্নভঙ্গ হলো ‘ভিনোটিন্টোদের’। ম্যাচে একাই চার গোল করেছেন কলম্বিয়ার লুইস সুয়ারেজ। দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি এক ম্যাচে একাই ৪ গোল করলেন। মঙ্গলবার রাতের ম্যাচে শুরুর দিকে এগিয়ে গিয়েও কলম্বিয়ার দুর্দান্ত আক্রমণের সামনে ভেনেজুয়েলা টিকতে পারেনি। জিতলেই বা ড্র করলেই জায়গা হতো প্লে-অফে। কিন্তু দুইবার পিছিয়ে পড়ার পরও ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় কলম্বিয়া। পুরো ম্যাচের নায়ক লুইস সুয়ারেজ ৪২, ৫০, ৫৯ ও ৬৭ মিনিটে —একাই চার গোল করে দলকে জয়ের পথে নিয়ে যান। কলম্বিয়ার হয়ে বাকি দুই গোল করেন ইয়েরি মিনা (১০ মিনিটে)...