পেছনে থাকছে ডুয়াল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম। যেখানে আলাদা আলাদা করে রয়েছে মেইন, টেলিফটো ও আলট্রা–ওয়াইড লেন্সের সমন্বয়। ডিভাইসটি চালাবে নতুন A19 চিপসেট, যা কর্মক্ষমতা ও ব্যাটারি লাইফ উভয় ক্ষেত্রেই আগের চেয়ে উন্নত। সবচেয়ে আলোচিত চমকের একটি হলো আইফোন ১৭ এয়ার। মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্বের এই মডেলকে বলা হচ্ছে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন। ফ্রেম তৈরি হয়েছে গ্রেড–৫ টাইটানিয়াম দিয়ে। ভেতরে থাকছে A19 Pro চিপসেট, নতুন N1 ও C1X নেটওয়ার্কিং চিপ। যা দেবে উন্নত ওয়াই–ফাই ৭, ব্লুটুথ ৬ ও থ্রেড সাপোর্ট। ডিসপ্লের আকার ৬.৫ ইঞ্চি। ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা— দুটোই ৪৮ মেগাপিক্সেল ও ১৮ মেগাপিক্সেল। স্টোরেজ ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে ২৫৬ জিবি থেকে। শীর্ষ পর্যায়ের প্রো ও প্রো ম্যাক্স মডেলে এসেছে অ্যালুমিনিয়ামের তৈরি নতুন ইউনিবডি ডিজাইন এবং ভেতরে ভ্যাপার চেম্বার...