বাংলাফ্যাক্ট জানায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার দৃশ্য। বাংলাফ্যাক্ট আরো জানায়, অনলাইনে ছড়ানো ভিডিওটিতে দাবি করা হয়েছে— ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট প্রত্যাখ্যান করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে। কিন্তু যাচাই করে দেখা গেছে, এটি আসলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার ভিডিও। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওর কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলা আউটলুক-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য মেলে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ১৫ জুলাই ঢাবিতে জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় ছবিতে থাকা শিক্ষার্থী আহত হন। একইভাবে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনেও ভিন্ন কোণ থেকে ধারণ করা একই দৃশ্য পাওয়া যায়। সেখানে বলা হয়, সেদিন জুলাই আন্দোলনকারীদের...