পত্রিকার পাতায় প্রায় সময় কিছু শিরোনাম চোখে পড়ে। “দুই কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা শ্রমিকের”, “শারীরিক কষ্ট সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা”, “সিংগাইরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা”, “স্বামী অনলাইন জুয়ায় আসক্ত, স্ত্রী ও ছেলের বিষপানে আত্মহত্যা”, “প্রথম স্ত্রী বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা”, “মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা”, “ঘরের আড়ায় ঝুলছিল ধর্ষণের শিকার সেই স্কুলছাত্রী”, জবি ছাত্রীর আত্মহত্যা”, “আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা”, “অভিমান আর বিষণ্ণতা থেকে আত্মহত্যা করলেন সংগীত শিল্পী”, এমন আরো অনেক সংবাদ। এই প্রতিটা শিরোনামের পিছনে লুকিয়ে আছে কিছু নাম, কখনো ধ্রুবজিৎ কর্মকার, কোনো এক ফাইরুজ সাদাফ অবন্তিকা, অথবা বহুল সুপরিচিত নাম সাদী মহম্মদ। এইভাবে ভেবে দেখেছেন কখনো? এই মানুষগুলো কেন স্বেচ্ছায় হারালেন? ঘটনা ঘটে যাবার পর, আফসোস করা ছাড়া...