ফের আইনি বিপাকে দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। জুবিলি হিলসে তার পারিবারিক বহুতল ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। শোনা যাচ্ছে, পুরো ভবনই নাকি বেআইনিভাবে নির্মিত। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল করপোরেশন (জিএইচএমসি) ইতিমধ্যেই পাঠিয়েছে নোটিশ।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, জুবিলি হিলসে অবস্থিত ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এই বহুতলেই সপরিবারে থাকেন অভিনেতা। জিএইচএমসি-এর দাবি, বহুতলটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে। পরিদর্শনের পর এই বহুতলকে বেআইনি আখ্যা দিয়ে আল্লু এবং তার পরিবারকে একটি ‘শোকজ’ নোটিশ পাঠানো হয়েছে।জিএইচএমসি জানিয়েছে, ১১০৩৪ বর্গফুটের জমিতে পাঁচতলা (গ্রাউন্ড ফ্লোরসহ চারটি ফ্লোর) ভবন নির্মাণের অনুমতি ছিল। তবে পরিদর্শনে দেখা যায়, বহুতলটি অনুমোদিত সীমার বাইরে চলে গেছে এবং একেবারে উপরের তলায় আরেকটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।জিএইচএমসি এই বেআইনি নির্মাণের কারণ দর্শানোর জন্য আল্লু আর্জুনকে নির্দেশ দিয়েছে। যদি তিনি...