ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়লাভ করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তিনটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে ছাত্রদলের প্যানেল, বাম সংগঠনগুলোর দুটো প্যানেল এবং এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেল থেকে কেউ জেতেননি। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকপদসহ (এজিএস) ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে ১২টি সম্পাদকীয় ও সদস্যপদ ১৩টি। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এর আগেই অবশ্য ছাত্রদলসহ কয়েকটি প্যানেল ভোটের ফল বর্জন করে। শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা—১. সহসভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম২. সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ৩. সহসাধারণ সম্পাদক (এজিএস): মুহা মহিউদ্দীন খান৪. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক:...