বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র সাদিকা পারভিন পপি। দর্শক-প্রশংসকরা তাকে চেনেন শুধু ‘নায়িকা পপি’ হিসেবেই নয়, বরং একজন শিল্পী হিসেবে, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রের পর্দা মাতিয়েছেন। আজ তার জন্মদিন। এই দিনে ফিরে দেখা যাক তার অভিনয়যাত্রা, অবদান আর ব্যক্তিত্বের ভিন্ন ভিন্ন দিক। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে পপির জন্ম খুলনায়। শৈশব-কৈশোর কেটেছে সাধারণ পরিবেশেই। তবে ছোটবেলা থেকেই শিল্প-সাহিত্যের প্রতি ছিল প্রবল আগ্রহ। আশির দশকের শেষের দিকে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তিনি মিডিয়ায় প্রবেশ করেন। সেখান থেকে পরিচালক আমজাদ হোসেন তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া কুলি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সেই প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন। পপি শুধু গ্ল্যামারের জন্যই পরিচিত নন। বরং চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করার জন্যই তিনি অনন্য। গঙ্গাযাত্রা, মেঘের...