ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন আলোচিত শিক্ষার্থী মো. আবু সাদিক কায়েম। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি পরিচয় দেওয়ার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রে আসেন। এবার ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে আবারও শিক্ষাঙ্গনে ব্যাপক চর্চার জন্ম দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলেন সাদিক কায়েম। গতবছরের জুলাই মাসে টানা আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও নিয়মিত তাদের সঙ্গে ছিলেন। আন্দোলনের নানা কর্মসূচিতে তার উপস্থিতি ছিল দৃশ্যমান। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানেও তিনি বঙ্গভবনে উপস্থিত ছিলেন। গতবছরের ২১ সেপ্টেম্বর ঢাবি ক্যাম্পাসে ১০ ছাত্র সংগঠনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বৈঠকে ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে যোগ দেন সাদিক কায়েম। সেখানে...