নেপালের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উত্তাল পরিস্থিতির মাঝে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কেপি শর্মার সরকার পদত্যাগের পর, সেনাবাহিনীর প্রধান জেনারেল আশোক রাজ সিগদেল জাতিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেনারেল সিগদেল বলেন, আমরা আন্দোলনরতদের প্রতি আহ্বান জানাই, তারা যেন আন্দোলন কর্মসূচি থেকে সরে এসে শান্তিপূর্ণ সংলাপে অংশগ্রহণ করে। দেশের এই জটিল পরিস্থিতি স্বাভাবিক করা, ঐতিহাসিক ও জাতীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেনাপ্রধান জানান, গত ৮ সেপ্টেম্বর থেকে সহিংসতায় যেসব প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, তার জন্য তিনি গভীর শোক প্রকাশ করছেন।নেপালের ইতিহাসে সেনাবাহিনী সব সময়ই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও...