বলিভিয়ার বিপক্ষে হারের পর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। এল আল্টোর উচ্চভূমিতে মঙ্গলবার রাতে লা ভার্দেদের (বলিভিয়া) কাছে ১-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে পঞ্চম স্থানে থেকে শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ—বাছাইপর্বের ইতিহাসে যা সবচেয়ে খারাপ।বাছাইপর্বে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র আর ৬ হারের পর ব্রাজিলের সংগ্রহ দাঁড়ায় ২৮ পয়েন্ট। এত কম পয়েন্ট ব্রাজিল আগে কখনো পায়নি। এর আগে সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল ২০০২ বিশ্বকাপের আগে, যখন তারা ৩০ পয়েন্ট তুলতে পেরেছিল। তবে সেবারও শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা।তিন ভিন্ন কোচের অধীনে খেলতে হয়েছে ব্রাজিলকে—ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়র এবং কার্লো আনচেলোত্তি। তবুও পারফরম্যান্সে স্থিতি আসেনি। মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের লজ্জাজনক হার ছিল বাছাইপর্বে তাদের সবচেয়ে বড় পরাজয়। একইসঙ্গে সেটিই ছিল ইতিহাসে প্রথমবার...