সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে থাকায় সেবা নিতে আসা রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটিতে চিকিৎসক সংকট, যন্ত্রপাতি অচলাবস্থা ও অপ্রতুল জনবল-সব মিলিয়ে ধুঁকে ধুঁকে চলছে চিকিৎসা সেবা। এতে প্রতিদিন বিপাকে পড়ছেন উপজেলার সাধারণ রোগীরা। হাসপাতালে যথাযথ সেবা না পেয়ে অনেক রোগী চলে যান স্থানীয় বেসরকারি ক্লিনিকে। যা সাধারণ গরিব মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার হাসপাতালে অন্তত ১৫ জন চিকিৎসক থাকার কথা, সেখানে কর্মরত রয়েছেন মাত্র একজন মেডিকেল অফিসার। অধিকাংশ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক বিভিন্ন মিটিং, সেমিনার, জাতীয় দিবসে অংশগ্রহণ সহ প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ১জন চিকিৎসকের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। সাথে সাথে নার্সদের উপর পড়েছে অতিরিক্ত চাপ। হাসপাতালে সিজারিয়ানের ব্যবস্থা থাকলেও বিশেষজ্ঞ গাইনি ডাক্তার না থাকায়...